চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এস-৩০০ ও এস-৪০০ কিনতে আলোচনা করছে ইরাক

১৫ জানুয়ারি, ২০২০ | ৩:১৩ পূর্বাহ্ণ

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ এবং এস-৪০০ কিনতে পারে ইরাক। এ বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা করছে বাগদাদ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এস-৪০০ দিতে পারে। বাগদাদ বিমান বন্দরে মার্কিন ড্রোনের সাহায্যে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনার মধ্য দিয়ে ইরাকের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়ে গেছে। অবশ্য আমেরিকা বিশ্বের সব দেশকেই এই হুমকি দিয়ে রেখেছে যে, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। ৩ জানুয়ারি বাগদাদে ইরান ও ইরাকের দুই শীর্ষ সামরিক কমান্ডারসহ ১০ জন শহীদ হওয়ার পর পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার হয়েছে। [ছবি : এস-৩০০]

শেয়ার করুন