চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বলছে জাতিসংঘের প্রতিবেদন সৌদি আরামকোয় হামলা হুতিরা করেনি

১০ জানুয়ারি, ২০২০ | ৩:১৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : সৌদি আরবের গুরুত্বপূর্ণ দুটি তেল স্থাপনায় গত বছরের সেপ্টেম্বরে হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাটি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা করেনি বলে জাতিসংঘের অনুসন্ধানে উঠে এসেছে।

বৈশ্বিক এ সংস্থাটির নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী দলের করা তদন্তের গোপনীয় এক প্রতিবেদন দেখে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞদের করা এ প্রতিবেদন সেপ্টেম্বরের হামলার জন্য ইরানকে দায়ী করা যুক্তরাষ্ট্রের অবস্থানকে শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে।
আবকাইক ও খুরাইসে সৌদি আরামকোর তেলের প্ল্যান্টে গত বছরের ওই হামলার পরপরই ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা এর দায় স্বীকার করে নিয়েছিল।
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং সৌদি আরব শুরু থেকেই এ ব্যাপারে সন্দিহান ছিল, তাদের অভিযোগের তীর ছিল তেহরানের দিকেই। ইরান অবশ্য শুরু থেকেই সৌদি আরবে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।

“তাদের দাবি সত্ত্বেও হুতি বাহিনী আবকাইক ও খুরাইসে ১৪ সেপ্টেম্বর ২০১৯ এর হামলাটি চালায়নি,” প্রতিবেদনে বলেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইয়েমেন নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞরা।

শেয়ার করুন