চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: মাহাথির
আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে: মাহাথির

মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের ‘নিষেধাজ্ঞা’

১০ জানুয়ারি, ২০২০ | ৩:১৩ পূর্বাহ্ণ

কাশ্মীর ও সিএএ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে মালয়েশিয়ার বিরুদ্ধে বানিজ্যিক বিধিনিষেধ চালু করল মোদি সরকার। কাশ্মীর ও সিএএ নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তাকে এ বার মুখ খোলার খেসারত দিতে হচ্ছে।

তার মন্তব্যে রীতিমতো অখুশি মোদি সরকার মালয়েশিয়া থেকে পাম তেল কেনার ওপর বিধি নিষেধ চালু করল। ডয়চে ভেলের খবরে বলা হয়েছে প্রধানত, মালয়েশিয়াকে শিক্ষা দিতেই অশোধিত পাম তেলের আমদানিকে ‘নিয়ন্ত্রিত’ তালিকায় রাখা হয়েছে। এতদিন এই আমদানি ‘ফ্রি’ ছিল। তার মানে ভারত এখন শুধু অশোধিত পাম তেল আমদানি করবে, পরিেেশাধিত পাম তেল নয়।

এতেই মালয়েশিয়া ধাক্কা খাবে। সুবিধা হবে ইন্দোনেশিয়ার। কারণ, ভারত-ইন্দোনেশিয়া থেকে মূলত অপরিশোধিত পাম তেল ও পামোলিন আমদানি করে। আর পরিশোধিত পাম তেল আসতো মালয়েশিয়া থেকে।

শেয়ার করুন