চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইরানের হামলায় মার্কিন ঘাঁটির রাডার ব্যবস্থা ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক, ছবি-এএফপি

৯ জানুয়ারি, ২০২০ | ১:১৮ অপরাহ্ণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে আঘাত হানায় ঘাঁটিতে সেনাক্যাম্পগুলো মাটির সঙ্গে মিশে গেছে।

ইরাকি সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ দাবি করেছে।

ইরানি মিডিয়া আইআরআইবি’র সংবাদদাতা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করলেও  ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।  ওই হামলায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রাডার ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গেছে।

ইসরাইলের একটি সূত্র জানিয়েছে, ইরাক থেকে ২২৪ আহত মার্কিন সেনাকে চিকিৎসার উদ্দেশ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে। এসব সেনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘আইন আল-আসাদের’ ওপর অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় অন্ত ৮০ জন মার্কিন সন্ত্রাসী সেনা নিহত ও দুই শতাধিক সেনা আহত হয় বলে আইআরসজিসি এক বিবৃতিতে জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ায় মন্টারিতে মিডলবুরি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জেফরি লুইস বলেন, ঘাঁটির মার্কিন অংশকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে তারা। তারা এটাকে আঘাত করতে চেয়েছে এবং আঘাত করেছে।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন