চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

৯ জানুয়ারি, ২০২০ | ১২:১১ অপরাহ্ণ

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের ভেতরে দুটি রকেট হামলা হয়েছে। যার একটি মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে উচ্চ নিরাপত্তাসম্পন্ন এই গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়। খবর রয়টার্সের।

ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর ২৪ ঘণ্টার মধ্যেই বাগদাদে এই রকেট হামলা হলো।

ইরাক সরকারের বিভিন্ন দপ্তর, বাসভবন ও বিদেশি দূতাবাসগুলো বাগদাদের এই গ্রিন জোনের ভেতরে অবস্থিত।

রকেট হামলার সময় গ্রিন জোনের ভেতরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দুটি রকেটের মধ্যে অন্তত একটি মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে আঘাত হানে।

এ হামলায় কেউ হতাহত হননি বলে এক বিবৃতিতে ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে। 

তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিংবা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। 

এর প্রতিক্রিয়ায় ইরাকে মার্কিন বাহিনীর দুটি ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

 

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন