চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুয়েত থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক

৮ জানুয়ারি, ২০২০ | ৯:১১ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধশালী দেশ কুয়েত থেকে ৩ দিনের মধ্যে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেলসমৃদ্ধ দেশটির ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি আরিফজান ক্যাম্প’র মার্কিন অধিনায়ক এই সংক্রান্ত একটি চিঠি কুয়েতের প্রতিরক্ষামন্ত্রীকে দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত থেকে এলো মার্কিন সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহ জানিয়েছেন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছেন। আজ বুধবার (৮ জানুয়ারি) মন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহ বলেন, সেনা প্রত্যাহারের চিঠি পাওয়া অপ্রত্যাশিত ছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আমরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: রয়টার্স।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট