চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সৃজনশীল ব্যক্তিদের নাগরিকত্ব দেবে সৌদি

অনলাইন ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৬:২১ অপরাহ্ণ

বিশ্বের  বিভিন্ন  দেশের সৃজনশীল  ব্যক্তিদের  নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

চিকিৎসা,  বিজ্ঞান,  সাংস্কৃতিক,  ক্রীড়া,  শরিয়াহ,  প্রযুক্তি  খাতে সৃজনশীল  ব্যক্তিদের  নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, ওই সব ক্ষেত্রে মেধাবীদের নাগরিকত্ব দিতে নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ।  উৎপাদনশীল  ও  নাগরিকদের  উন্নয়নে  যেন  তারা  অবদান  রাখতে  পারে  এ  উদ্দেশ্যেই বিভিন্ন  দেশের  মেধাবীদের  লোভনীয়  প্রস্তাব  দিয়েছে  দেশটি।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি সৌদি আরবের বাস্তুচ্যুত উপজাতি, সৌদি নারীদের সন্তান এবং সৌদি আরবে জন্ম নেয়া মেধাবী ও সৃজনশীল ব্যক্তিদের নাগরিকত্ব দিতে নির্দেশ দিয়েছেন বাদশাহ।

প্রসঙ্গত, মাস দুয়েক আগে ইস্যু করা রাজকীয় নির্দেশ অনুসারে বিশিষ্ট পণ্ডিত, বুদ্ধিজীবী, সৃজনশীল ব্যক্তিদের সৌদি আরবে নিয়ে আসতে এমন পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের সৌদি আরবে নিয়ে আসতে রূপকল্প ২০৩০-এ একটি আকর্ষণীয় পরিবেশ তৈরির কথাও বলা হয়েছে।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন