চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এই প্রথম ইরানে ওষুধ ও খাদ্য সরবরাহে বাধা দেয়ার কথা স্বীকার করল আমেরিকা

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:২৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং এখনো নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এতদিন ধরে ওয়াশিংটন দাবি দাবি করে এসেছে তারা ইরান বিরোধী নিষেধাজ্ঞায় মানবিক বিষয়গুলো বিবেচনায় রাখে কিন্তু এখন তারা প্রকাশ্যে মানবিক বিষয়টি এড়িয়ে যাওয়ার কথা বলছে।

মার্কিন অর্থমন্ত্রণালয়ের ওয়েব সাইটে স্বীকার করা হয়েছে ইরানের জাহাজ চলাচলের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ইরানের মানবিক পণ্য সামগ্রী আমদানিতে বাধা সৃষ্টি করা। এতে আরো বলা হয়েছে, এসব পণ্যের মধ্যে কৃষি, খাদ্য, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী রয়েছে। এতে আরো বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এসব পণ্য সরবরাহে ইরানকে সহযোগিতা করে তাহলে তাদেরকেও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।

শেয়ার করুন