চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২ ঘণ্টায় ১২৩ বার টুইট করে বিশ্ব রেকর্ড ট্রাম্পের

অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৭:২৮ অপরাহ্ণ

এবার টুইটারে টুইট করে ওয়ার্ল্ড রেকর্ড করলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার (১৩ ডিসেম্বর) হাউজ অব জুডিশিয়াল কমিটি ট্রাম্পের অভিশংসনের জন্য দুটি মীমাংসিত অভিযোগ উত্থাপনের জন্য ভোট দেয়। যার পরিপ্রেক্ষিতে মাত্র ২ ঘণ্টায় ১২৩ বার টুইট করে বিশ্বরেকর্ড করেছেন তিনি।

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট  (The @realDonaldTrump) থেকে তিনি ১২৩ বার টুইট করে টুইটারের আগের রেকর্ড ভেঙে ফেলেন।

হাউজ অব জুডিশিয়ারির আইনের প্রেক্ষিতে ট্রাম্প টুইট করে বলেন, আমাকে ইমপিচ করা ঠিক না, আমি যা করেছি তা কোনোভাবেই ভুল নয়। তার পরবর্তীতে ট্রাম্প আরেক টুইটে বলে, কাজ না করা ডেমোক্র্যাটরা ঘৃণাত্মক হয়ে পড়েছে।

আরেক টুইটে ট্রাম্প বলেন, আমি দেশের অর্থনীতির ব্যবস্থা এত ভালো করেছি যে যা এখন বিশ্বের সবচেয়ে ভালো অবস্থানে।

আবার টুইট করে ট্রাম্প বলেন, আমি সামরিক ব্যবস্থাকে নতুন করে তৈরি করেছি। এরপর তিনি আরেক টুইট বার্তায় বলেন, চাকরির বাজার নতুনভাবে তৈরি করেছি।

এদিকে সংবাদমাধ্যমকে নিয়েও টুইট করতে ভুলেননি ট্রাম্প। তিনি ফক্স নিউজকে নিয়ে টুইট করে বলেন, এ পর্যন্ত নাম্বার ওয়ান টিভি চ্যানেল ফক্স। আর সিএনএন ও এমএসএনবিসি কে নিয়ে আরেক টুইট বার্তায় বলেন, তাদের রেটিং ব্যবস্থা ভয়ানক। তাদের বিশ্বাসযোগ্যতা শুন্য।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট