চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কলকাতায় বসেছে বিখ্যাত গেস্ট্রোএন্ট্রলজি ও লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৫:০৯ পূর্বাহ্ণ

এশিয়ার বিখ্যাত গেস্ট্রোএন্ট্রলজি ও লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা বসেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।

চারদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ইন্ডিয়ান সোসাইটি অফ গেস্ট্রোএন্ট্রোলজি এ সম্মেলনটি আয়োজন করে। এতে বিশ্বের ৪০টির দেশের ৫ হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধির অংশগ্রহণ করে। ৪ দিনব্যাপী এশিয়ান প্যাসিফিক ডাইজেসটিভ উইক ২০১৯ এ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা বিনিময়, প্যানেল ডিসকাশন, বিতর্ক এবং কেসভিত্তিক রোগ নিয়ে আলোচনা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেন, মানব সভ্যতার সেবায় চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বিশ্বের সব চিকিৎসকদের মানব সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় এ্যাপোলো হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রিথা রেড্ডি বলেন, চিকিৎসার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি চিকিৎসকদের ব্যবহার করতে হবে। আর সবার মাঝে সচেতনতা তৈরি করতে হবে যাতে জটিল রোগে আক্রান্ত হবার আগেই সচেতন হতে পারে।
এশিয়ান প্যাসিফিক ডাইজেসটিভ উইক এর প্রেসিডেন্ট ডা. মহেষ গুয়েংকা বলেন, এ সম্মেলনে ৩৩ টি সার্জারি লাইভ দেখানো হবে। তা দেখে নবীন চিকিৎসকরা অনেক কিছু শিখতে পারবে।

অল ইন্ডিয়া অব মেডিকেল সাইন্সেস এর গেস্ট্রোএন্ট্রলজি বিভাগের অধ্যাপক ডা. গোবিন্দ মাখারিয়া বলেন, খাদ্য ও পানীয়তে হাইজিন অনুসরণ করলে শরীর সুস্থতার পাশাপাশি হজম প্রক্রিয়াও ভালো থাকবে।

অনুষ্ঠানে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, চীনসহ বিশ্বের ৪০ দেশের ৫ হাজারের বেশি ডেলিগেট অংশ নেন। আরও উপস্থিত ছিলেন এক হাজার ৭০০ বেশি স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গেস্ট্রোএন্ট্রোলজিস্ট। এতে তিনটি সেশনে বিভক্ত হয়ে লিভারসহ চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতিসহ নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় বিশেষজ্ঞরা লিভার রোগীদের বেশি বেশি করে সবজি ও ফলমূল খাওয়ার খাওয়ার পরামর্শ দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট