চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইসিজের সামনে সু চির পক্ষে জমায়েত

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৯ | ৫:৩০ অপরাহ্ণ

নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসের সামনে দেশটির নাগরিকেরা মিয়ানমারের নেত্রী অং সান সু চির সমর্থনে জমায়েত হয়েছেন। সেখানে একজন বৌদ্ধ ভিক্ষুকেও দেখা যায়। তিনি মিয়ানমারের একটি টিভি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দেন।

জমায়েত হওয়া মিয়ানমারের নাগরিকদের হাতে সু চির ছবির সঙ্গে ‘আমরা আছি তোমার পাশে’ (উই স্ট্যান্ড উইথ ইউ) স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার ছিল।

রোহিঙ্গা গণহত্যার বিচার দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গতকাল মঙ্গলবার শুরু হয়। প্রথম দিন মামলার বাদীপক্ষ গাম্বিয়া ও তাঁদের আইনজীবীরা বক্তব্য দেন।

সূর্য ওঠার আগেই সু চির পক্ষে আইসিজের সামনে জমায়েত হন মিয়ানমারের নাগরিকেরা। আজ বুধবার মিয়ানমার বক্তব্য দেবে। মিয়ানমারের পক্ষে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির বক্তব্য দেওয়ার কথা আছে।

আজ সূর্য ওঠার আগেই মিয়ানমারের নাগরিকেরা আইসিজের সামনে জড়ো হতে শুরু করেন। এখানে সূর্য ওঠে সকাল ৮টা ৪০ মিনিটে।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট