চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সানা মারিন সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৯ ডিসেম্বর, ২০১৯ | ২:২৮ অপরাহ্ণ

৩৪ বছয় বয়সী ফিনল্যান্ডের সানা মারিন বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মারিন দেশটির পরিবহণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এতদিন। এবার তিনি তার দল সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান নির্বাচিত হয়েছে। যার ফলে নিয়ম অনুযায়ী তিনিই হবে দেশটির প্রধানমন্ত্রী।

এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড গড়বেন সানা মারিন। ফিনল্যান্ডে জোট সরকারের পাঁচটি দলের মধ্যে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি সবচেয়ে বড় দল। তাই এই দলটি থেকেই নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী। সানা মারিন হবেন দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী। আগামী কয়েক দিনের মধ্যে তিনি দায়িত্ব নেবেন।

রবিবার এক ভোটাভুটিতে দলীয় প্রধান নির্বাচিত হন সানা। বিদায়ী প্রধানমন্ত্রী এন্তি রিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এর আগে গত মঙ্গলবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন এন্তি রিনে।

রবিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সানা বলেন, পুনরায় বিশ্বাস অর্জনের জন্য আমাদের একত্রে অনেক কাজ করতে হবে। তিনি আরও বলেন, আমি কখনও কাজের ক্ষেত্রে আমার বয়স বা আমি মেয়ে নাকি ছেলে তা নিয়ে ভাবিনি।

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট