চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এনআরসি আর নাগরিকত্ব বিল একই মুদ্রার দুই পিঠ : মমতা

৭ ডিসেম্বর, ২০১৯ | ৪:৫০ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের নাগরিকত্ব (সংশোধনী) বিল ও জাতীয় নাগরিকপঞ্জিকে (এনআরসি) একই মুদ্রার দুই পিঠ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত এই বিলের বিরোধিতা করবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার কলকাতায় তৃণমূলের এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, যদি সব সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হয় তাহলেই আমরা এটি গ্রহণ করবো। কিন্তু যদি ধর্মের ভিত্তিতে ভাগ করেন তাহলে আমরা এর বিরোধিতা করবো, প্রয়োজনে লড়াই করবো। বিভিন্ন দেশ থেকে ভারত গিয়ে যেসব অমুসলিম (হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পারসী) দীর্ঘদিন ধরে বসবাস করছেন কিন্তু কাছে বৈধ কাগজপত্র নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের পূর্ণ নাগরিকত্ব দিতে তৈরি হচ্ছে নাগরিকত্ব (সংশোধনী) বিল বা সিএবি। গত বুধবার মন্ত্রিসভায় পাস হয়েছে বিলটি। গত জানুয়ারিতেই লোকসভায় পাস হলেও রাজ্যসভায় গিয়ে আটকে যায় বিতর্কিত এই বিল। বিরোধীদের দাবি, নাগরিকত্ব (সংশোধনী) বিলের মাধ্যমে ভারতীয় সংবিধানের ১৪ অনুচ্ছেদ লঙ্ঘন করা হচ্ছে।

শেয়ার করুন