চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নেপাল গাধিমাই উৎসবে হাজার হাজার মহিষ বলিদান

৫ ডিসেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

বিশ্বের সবচেয়ে বড় ‘রক্তাক্ত’ উৎসব হিসেবে পরিচিত নেপালের গাধিমাই উৎসব। প্রায় আড়াইশ বছর ধরে এ উৎসব উদযাপিত হয়ে আসছে। ২০১৪ সালে ধর্মীয় পশু বলিদান প্রথা বন্ধের ঘোষণা দিয়েছিল বিভিন্ন প্রাণী দাতব্য সংস্থাগুলো। কিন্তু গত মঙ্গলবার ভোর থেকে প্রায় ২০০ কসাই তাদের পশু বলিদান শুরু করার জন্য প্রস্তুতি নেন। ছাগল, ইঁদুর, মুরগি, শূকর আর কবুতর হত্যার মধ্য দিয়ে এ উৎসব আবার শুরু হয়েছে।

গাধিমাই উৎসব নামে পরিচিত নেপালের বারিয়ারপুরে গাধিমাই দেবীর মন্দিরে নতুন করে শুরু হওয়া পশু হত্যার প্রথম দিনে কয়েক হাজার মহিষ বলি দেওয়া হয়েছে।

আয়োজনের চেয়ারম্যান মতিলাল কুশোয়া জানান, উৎসবের মধ্যে রয়েছে বিনামূল্যের খাবার ও তাঁবু। এর পুরোটাই দান থেকে বহন করা হয়ে থাকে। আয়োজক কমিটির সদস্য বীরেন্দ্রা প্রাসাদ যাদব বলেন, আমরা এটিকে সমর্থন না দেয়ার চেষ্টা করেছি কিন্তু মানুষজনের এই প্রথায় বিশ্বাস রয়েছে এবং এখানে উৎসর্গ করার জন্য তারা আসে।

শেয়ার করুন