চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত : জয়া বচ্চন

৩ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভারতের তেলেঙ্গানাজুড়ে তুমুল বিক্ষোভ ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলছে। দেশটির সংসদেও এর প্রভাব পড়েছে। সোমবার সমাজবাদী পার্টি রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন বলেছেন, ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত। কারণ, এমন কঠোর শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকে। এদিন লোকসভা এবং রাজ্যসভায় সরকার ও বিরোধী সব পক্ষের সাংসদরাই এই ধর্ষণকা-ের তীব্র নিন্দায় সরব হন। প্রয়োজনে আরো কঠোর আইন প্রয়োগে প্রস্তুত দেশটির সরকার। এদিকে, গত বুধবার রাতে তেলেঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের পর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। দিল্লির নির্ভয়া কা-ের মতোই দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে।

শেয়ার করুন