চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আটক জাহাজগুলো ইউক্রেনকে ফেরত দিচ্ছে রাশিয়া

১৯ নভেম্বর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়া ঘোষণা করেছে, আজভ সাগরের কের্চ প্রণালী থেকে আটক করা ইউক্রেনের জাহাজগুলো ফেরত দেবে মস্কো।

এক বছর আগে এসব জাহাজ আটক করেছিল রুশ সামরিক বাহিনী। জাহাজ ফেরত দেয়ার উদ্যোগের মধ্য দিয়ে মনে করা হচ্ছে ইউক্রেনের সঙ্গে বৃহত্তর দ্বন্দ্ব মিটমাট করার পদক্ষেপ নিয়েছে মস্কো। ইন্টারফ্যাক্স জানিয়েছে, সোমবার জাহাজগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করার কথা।

ক্রিমিয়া-২৪ টিভি চ্যানেল একটি ভিডিও সম্প্রচার করেছে যাতে দেখা যাচ্ছে- রাশিয়ার কোস্টগার্ডের সদস্যরা জাহাজ তিনটিকে কের্চ প্রণালীর দিকে নিয়ে যাচ্ছেন। জাহাজগুলো ক্রিমিয়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে তাও ভিডিওতে পরিষ্কার। ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হওয়ার পর এ ব্রিজ নির্মাণ করেছে মস্কো। গত বছরের নভেম্বর মাসে রাশিয়ার সেনারা কের্চ প্রণালী থেকে ইউক্রেনের দুটি গানবোট এবং একটি টাগবোট আটক করে। জাহাজ দুটি কের্চ প্রণালীর কাছে রুশ পানিসীমায় ঢুকে পড়েছিল বলে রাশিয়া অভিযোগ করে।

আজভ সাগরের এই প্রণালীটি বেশ সরু এবং এটি রাশিয়া ও ইউক্রেন ব্যবহার করে থাকে। জাহাজগুলো আটকের সময় রাশিয়া ইউক্রেনের ২৪ জন নাবিককে আটক করে এবং গত সেপ্টেম্বরে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদেরকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব ইউক্রেন নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক’ বছর ধরে রক্তক্ষয়ী সংঘাত চলে আসছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট