চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভয়াবহ সংক্রমণে বিপন্নের মুখে সুমেরুর সিল

১৯ নভেম্বর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

পৃথিবীর সর্ব উত্তরের বরফাচ্ছাদিত অঞ্চলে দলে দলে ঘুরে বেড়ায় সিল। আলাস্কার পানি ও বরফের মধ্যে তাদের
নানারকম কসরৎ ও মাছ ধরার দৃশ্য মুগ্ধ হওয়ার মতো। তবে এই দৃশ্য হয়ত খুব বেশিদিন দেখা যাবে না বলে মনে করছেন গবেষকরা। বিশ্ব উষ্ণায়নের হাত ধরে প্রাণঘাতী সংক্রমণ উত্তর আটলান্টিক মহাসাগরের গ-ি পেরিয়ে পাড়ি জমিয়েছে সুদূর আলাস্কায়। আর তাতেই বিপন্নের পথে এসব সিল।

‘নেচার কমিউনিকেশনস’ জার্নালে প্রকাশিত রিপোর্টে অশনি সঙ্কেত এমনই। ১৯৮৮ এবং ২০০২ সালে ফোসিন ডিসটেম্পার ভাইরাসের (পিডিভি) সংক্রমণে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল উত্তর আটলান্টিকের কয়েক হাজার সামুদ্রিক সিল। সেই একই সংক্রমণ যখন প্রশান্ত মহাসাগরীয় সিলদের দেহেও দেখা দিল, বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছিল। ভৌগোলিক অবস্থানগতভাবে সীমাবদ্ধ একটি রোগ কীভাবে উত্তর আটলান্টিক থেকে সুদূর উত্তর প্রশান্তে ছড়িয়ে পড়ল, ভেবে কূল পাচ্ছিলেন না তারা। পরে গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে দ্রুত গলছে সুমেরু মহাসাগরের বরফ আর তার হাত ধরেই এক মহাসাগর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ছে অন্য মহাসাগরের সামুদ্রিক প্রাণীর দেহে।

শেয়ার করুন