চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইমপিচমেন্ট’র ২য় সপ্তাহের শুনানির প্রক্কালে ট্রাম্পের অযাচিত মন্তব্য

‘জো বাইডেনের অবস্থা পাগলা কুকুরের চেয়ে ভালো’

১৯ নভেম্বর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

ডোনাল্ড ট্রাম্প কিমকে চেয়ারম্যান সম্বোধন করে বলেছেন, বাইডেন হয়তো একটু অলস আর বোকাসোকা। কিন্তু আপনি যেমন তাকে ‘পাগলা কুকুর’ বলেছেন, তিনি ঠিক তা নন, তার চেয়ে একটু ভালো।
ইন্টারন্যাশনাল ডেস্ক : এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযাচিত মন্তব্যের শিকার হয়েছেন ডেমোক্র্যাট দল থেকে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেন।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাগযুদ্ধ এখন নতুন গতি পাচ্ছে। খবর বিবিসির।
রোববার এক রক্ষণশীল রাজনীতি বিশ্লেষকের টুইটার বার্তা ট্রাম্প বলেন, বাইডেনের অবস্থা ‘পাগলা কুকুরের’ চেয়ে একটু ভাল।
এর আগে ১৫ নভেম্বর উত্তর কোরিয়ার কেসিএনএ নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত একটি খবরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে উদ্ধৃত করে বলা হয়েছে, জো বাইডেনের মতো পাগলা কুকুরকে লড়াইয়ে রাখা মানে সেখানকার আরও অনেকের আহত হওয়ার সম্ভাবনা তৈরি করা। কিম জং উনের সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে টুইটারে ডোনাল্ড ট্রাম্প ওই মন্তব্য করেছেন।
ডোনাল্ড ট্রাম্প কিমকে চেয়ারম্যান সম্বোধন করে বলেছেন, বাইডেন হয়তো একটু অলস আর বোকাসোকা। কিন্তু আপনি যেমন তাকে ‘পাগলা কুকুর’ বলেছেন, তিনি ঠিক তা নন, তার চেয়ে একটু ভালো।

বর্তমানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অনেক মধুর।
এক বছরের মধ্যেই তারা দুই দফা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে পরমাণু অস্ত্র কমানোয় সংক্রান্ত সফলতা লাভ করেছেন।
কিম জং উন ডোনাল্ড ট্রাম্পকে প্রচ- মেধাবী একজন সত্যিকারের নেতা হিসেবে উল্লেখ করেছিলেন।

শেয়ার করুন