চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ক্যালিফোর্নিয়ায় বাড়ির জমায়েতে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৯ | ১:২২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে রবিবার এক পারিবারিক জমায়েতে বন্দুক হামলা হয়েছে। এতে গুলিবিদ্ধ ১০ ব্যক্তির মধ্যে ৪ জন ইতোমধ্যেই নিহত হয়েছে। বাকি ৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অন্যদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ পুলিশ সূত্রে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাতে অজ্ঞাত বন্দুকধারী বাড়ির পেছনের আঙ্গিনায় পারিবারিক জমায়েতে গুলিবর্ষণ করে।

পুলিশ কর্মকর্তা লে. বিল ডলি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, “এটি গণহত্যার ঘটনা। এখনও কোনও সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি।”

এনবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্য ও তাদের বন্ধুরা বাড়ির উঠোনে ফুটবল খেলা দেখছিল। সে সময় আড়াল থেকে এক বা একাধিক ব্যক্তি বন্দুক হামলা চালায়।

তিনি বলেন, প্রতিবেশীরা সাহায্যের জন্য ৯১১-তে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। সন্দেহভাজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  পুলিশ প্রত্যক্ষদর্শী এবং ক্যামেরার ফুটেজ থেকে হামলাকারী শনাক্তকরণের চেষ্টা করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন