চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ড. জাকির নায়েক ভারতে পাঠানোর দাবি উঠছে মালয়েশিয়ার পার্লামেন্টে

১৪ নভেম্বর, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েক মালয়েশিয়ায় সমস্যা তৈরি করতে পারেন বলে মন্তব্য করেছেন দেশটির একজন পার্লামেন্ট সদস্য। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মালয়েশিয়ান ডেমোক্রেটিক অ্যাকশন পার্টির সদস্য রামকারপাল সিং বলেছেন, পার্লামেন্টে আবারও তিনি জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর দাবি তুলবেন। ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি।

২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলেও মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার ন্যায় বিচার ক্ষুণœ হওয়ার আশঙ্কার কথা বলে তাকে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।

শেয়ার করুন