চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

গান্ধী পরিবারের বিশেষ নিরাপত্তা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

৮ নভেম্বর, ২০১৯ | ৫:১৬ অপরাহ্ণ

গান্ধী পরিবারের বিশেষ নিরাপত্তা বাতিল করা হয়েছে। সরকারের পক্ষ থেকে গান্ধী পরিবারের সদস্যরা বিশেষ যে নিরাপত্তা পেতেন তা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। 

তবে গান্ধী পরিবারের দাবি, সরকারের এই সিদ্ধান্তের কথা এখনও তাদেরকে জানানো হয়নি। খবর এনডিটিভির

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর থেকে স্পেশাল প্রটেকশন গ্রুপের (এসপিজি) বিশেষ নিরাপত্তা পেত গান্ধী পরিবারের সব সদস্য। সরকারের এসপিজি বাহিনীর প্রায় তিন হাজার সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নিরাপত্তায় নিয়োজিত থাকতো। 

শুক্রবার এসপিজি নিরাপত্তা তুলে গান্ধী পরিবারের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। এই নিরাপত্তার আওতায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) প্রায় ১০০ জন কর্মী গান্ধী পরিবারের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। 

এখন থেকে শুধুমাত্র ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তা পাবেন। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন