চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ট্রাম্পের চিঠি ‘ডাস্টবিনে’!

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০১৯ | ৯:৪০ অপরাহ্ণ

তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি ‘ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছেন’ । গত সপ্তাহে এরদোগানকে চিঠিটি পাঠান মার্কিন প্রেসিডেন্ট। সেটিতে তুর্কী রাষ্ট্রপতির উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘কঠিন হবেন না। বোকামি করবেন না।’

গত ৯ অক্টোবর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর চিঠিটি ওয়াশিংটন থেকে আংকারায় পাঠানো হয়।

এরদোগান চিঠিটি পাওয়ার পর খারিজ করে দেন। সেটি একটি ডাস্টবিনে ফেলে দেন। চিঠিটি যেদিন তুরস্কে পৌঁছায় সেদিন তুর্কী সামরিক বাহিনী সীমান্ত অতিক্রম করে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে।

এদিকে উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সমালোচনা শুরু হয় মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে তুরস্কের সেনা অভিযানের প্রতি একটা ‘সবুজ সঙ্কেত’ দেওয়া হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার একটা বড় অংশ এসেছে তার নিজের দল থেকে।

গত বুধবার ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের বিষয়ে বলেন, তুরস্কের সেনা অভিযানে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। কারণ, সিরিয়ার সীমান্ত ‘আমাদের সীমান্ত’ না এবং কুর্দিরাও ‘কোনো ফেরেশতা নন।’। সূত্র: বিবিসি

পূর্বকোণ/টিএফ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট