চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাকিস্তানের মাজারে ভয়াবহ বোমা হামলা: নিহত ৯

৮ মে, ২০১৯ | ১:১৬ অপরাহ্ণ

পাকিস্তানের লাহোরে ভয়াবহ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত নয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।  আহত হয়েছেন আরও ২৪ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে দাতা দরবার মাজারের নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শহরের পুলিশ প্রধান গাজানফার আলি।

পাকিস্তানের দাতা দরবার দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মাজার। হামলার সময় শত শত মানুষ দাতা দরবার মাজারের ভেতরে ও বাইরে অবস্থান করছিলেন। তবে দ্য গার্ডিয়ান জানায় এখন পর্যন্ত কেউ গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি ।

পুলিশ প্রধান গাজানফার আলি এক সাক্ষাৎকারে জানান, মাজারের পাহারায় থাকা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করেই এই বোমা হামলা চালানো হয়েছে। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দাতা দরবারের দুই নাম্বার গেটের কাছে দাঁড়ানো পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়। বিস্ফোরণে পুলিশের গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবার আশঙ্কা রয়েছে বলে জানান পুলিশ প্রধান।

 তথ্যসূত্র: এপি

হামলায় আহতদের স্থানীয় মায়ো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

শেয়ার করুন