চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আফগানিস্তানে বাসে বোমা হামলা, নিহত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক

৮ অক্টোবর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে একটি বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এমনটাই জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

নানগাহারের সরকারি মুখপাত্র আতাউল্লাহ খোগেনি বলেন, মোটরসাইকেলে পুঁতে রাখা এক বোমা বিস্ফোরণে হওয়ায় বাসযাত্রীদের মৃত্যু হয়। প্রাণ হারায় ১০ জন বেসামরিক। তাদের মধ্যে শিশুও ছিলো। হতাহতদের মধ্যে সামরিক কোনও সদস্য ছিলো কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। তবে সেখানে প্রায়ই তালেবান হামলা চালিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের পুলিশ তালেবান হামলার প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর থেকেই আফগানিস্তানজুড়ে হামলা জোরালো করেছে তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট