চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হামাস তাড়াতে গাজা দখলের পরামর্শ ইসরায়েলি মন্ত্রীর!

৭ মে, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : হামাসকে নির্মূল করতে ইসরায়েলকে অবশ্যই গাজা জয় করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির জ্বালানিমন্ত্রী ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ সদস্য ইউভাল স্টেইনিৎজ। সোমবার সকালে আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের ধারাবাহিকতায় গাজা উপত্যকায় দশ বছরের বেশি সময় ধরে চলা অবরোধের প্রতিবাদে শুক্রবার আবারও বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা।
ওই বিক্ষোভের মধ্য থেকে এক ফিলিস্তিনির ছোড়া গুলিতে সীমান্ত বেড়ার কাছে দুই সেনা আহত হওয়ার দাবি করে ইসরায়েল। এর জবাবে বিমান হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়। এ ঘটনার জেরে শনিবার সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূমি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ফিলিস্তিনের অভ্যন্তরে ৩২০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।
আর ফিলিস্তিনি ভূমি থেকে ৬০০ রকেট হামলা চালানো হলেও বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। গাজার কর্মকর্তাদের দাবি, দুই দিনে ইসরায়েলি বিমান হামলায় ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনি রকেট হামলায় চার নাগরিক নিহতের দাবি করেছে ইসরায়েল। রবিবার রাতে দুই পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট