চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লোকসভা নির্বাচন ২০১৯, ৫ম ধাপ

কাশ্মিরে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতা

৭ মে, ২০১৯ | ১২:৪৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট গ্রহণ হয়েছে সোমবার। এবারের পর্বে ৭টি রাজ্যের ৫১টি সংসদীয় আসনের ভোটগ্রহণ হয়েছে। ভোট শুরু হওয়ার পর কাশ্মিরের একটি ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা, পশ্চিমবঙ্গে সহিংসতা এবং বেশ কয়েকটি রাজ্যে ইভিএম মেশিনে জটিলতার খবর পাওয়া গেছে।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার রোহমু ভোটকেন্দ্রে সন্দেহভাজন জঙ্গি একটি গ্রেনেড নিক্ষেপ করেছে। পুলিশ জানিয়েছে, এখানে অনন্তনাগ লোকসভা আসনের ভোট গ্রহণ চলছিল। এবারের লোকসভা নির্বাচনে কোনও ভোটকেন্দ্রে এটাই প্রথম জঙ্গি হামলা।
পশ্চিমবঙ্গে বারাকপুর আসনে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হামলার অভিযোগ পাওয়া গেছে। দলটির দাবি, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের গু-ারা এই হামলা চালিয়েছে। টেলিভিশনের খবরে দেখা গেছে, ব্যক্তিগত দেহরক্ষীর উপস্থিতির পরও অর্জুন সিং ধস্তাধস্তি করছেন। এক পুলিশের সঙ্গে তর্কাতর্কি করতেও দেখা গেছে তাকে। রাজ্যের রাজধানী কলকাতা থেকে ২৯ কিলোমিটার দূরে মোহনপুরে এই ঘটনা ঘটে।

শেয়ার করুন