চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভারতে পঞ্চম পর্বে লোকসভা নির্বাচনে সহিংসতা

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০১৯ | ৪:৫২ অপরাহ্ণ

ভারতে পঞ্চম ধাপে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার (৬ মে) সকালে পশ্চিমবঙ্গ, জম্বু ও কাশ্মীরে সহিসংতার ঘটনা ঘটেছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার একটি পোলিং বুথ লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়েছে।  তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার তৃণমূলের বিরুদ্ধে গভীর রাতে বিজেপির পশ্চিমবঙ্গের দত্তপুকুরের কাসেমপুরে ক্যাম্প অফিস ভাঙচুর  বোমা হামলার অভিযোগ তুলেছে বিজেপি।

ব্যারাকপুরের মোহনপুরে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ দফায় সাতটি রাজ্যে লোকসভার ৫১টি আসনে ভোট হচ্ছে। এতে প্রার্থী ৬৫৬ জন।

পঞ্চম ধাপের ভোটে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তার মা সোনিয়া গান্ধী, বিজেপি নেতা রাজনাথ সিং ও স্মৃতি ইরানি। তারা সবাই উত্তরপ্রদেশ থেকে ভোটে লড়ছেন। এ ধাপে বিহার, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও জম্মু-কাশ্মীরেও ভোট হচ্ছে।

ভারতের সাধারণ নির্বাচনে এবার সাত ধাপে ভোট গ্রহণ করা হচ্ছে। গত ১১ এপ্রিল ভোট গ্রহণ শুরু হয়। ৫৪৩ আসনের এই নির্বাচনে আগামী ১২ ও ১৯ মে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম ধাপের ভোট হবে। ফল ঘোষণা করা হবে ২৩ মে।

শেয়ার করুন