চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইরানই সৌদি ড্রোন হামলার জন্য দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:১০ অপরাহ্ণ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রবিবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

ইয়েমেন থেকেই যে ড্রোনগুলো এসেছিল, তার কোনো প্রমাণ নেই উল্লেখ করে এক টুইট বার্তায় পম্পেও বলেন, এ হামলার জন্য যদি হুথি বিদ্রোহীরাই দায়ী হয়ে থাকে, তাহলে ইয়েমেন থেকে সৌদি আরবের মধ্যাঞ্চল পর্যন্ত কয়েক’শ মাইল পথ উড়িয়ে আনতে হয়েছে ড্রোনগুলোকে। আমরা পৃথিবীর সব জাতিকে আহ্বান জানাই ইরানের এ হামলার প্রকাশ্য ও দ্ব্যর্থহীন নিন্দা জানাতে।

তিনি বলেন, এটি বিশ্বের তেল সরবরাহের একটি নজিরবিহীন হামলা ছিল ।

বিশ্বের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র তার বন্ধুদেশগুলোর সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে এ হামলায় হোয়াইট হাউজ থকে দেওয়া এক বরাতে জানানো হয়, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের সাহায্য দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, শনিবার (১৪ আগস্ট) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তেল স্থাপনায় ড্রোন হামলার এ ঘটনা জানানো হয়। হামলায় তেল স্থাপনা দুটিতে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় টিভি ফুটেজের ভিডিওতে কালো ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। বৃহৎ এ দুটি স্থাপনায় আগুন লাগায় এই মুহূর্তে তেল উৎপাদন বন্ধ আছে।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন