চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জাকির নায়েকের মানহানির মামলা মালয়েশিয়ার মন্ত্রীকে তলব

১০ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মালয়েশিয়ায় আশ্রয় নেয়া ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের দায়ের করা মানহানির মামলায় দেশটির দুজন মন্ত্রীসহ পাঁচ ব্যক্তিকে তলব করেছে পুলিশ। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার সোমবার এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

স্টারের অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, বুকিত আমান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচালক হুজির মোহাম্মদ জানিয়েছেন, জাকির নায়েকের দায়ের করা মানহানির মামলায় কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী ও পেনাং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীকে তলব করেছে তারা।

শেয়ার করুন