চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভেনেজুয়েলায় হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ৭

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০১৯ | ৩:১৩ অপরাহ্ণ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। শনিবার সকালে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সাতজনই হেলিকপ্টারটির আরোহী ছিলেন। ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে বলে জানা যায়।

ভেনেজুয়োলার সেনা হেলিকপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে সেটি জানা যায় নি। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় সেটি নিয়ে নানারকম প্রশ্ন উঠেছে। উড্ডয়নের সময় এতে কোনরকম সমস্যা খুঁজে পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি রাজধানী কারাকাস থেকে উড্ডয়ন করে। সেটি পশ্চিম-মধ্যাঞ্চলীয় রাজ্য কোজেদেসের উদ্দেশে যাচ্ছিল । উড্ডয়নের কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ঘটনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইট বার্তায় বলেন, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক জানাচ্ছি। এই ধরনের দূর্ঘটনা যাতে আর না ঘটে সেই ব্যাপারে সর্তকতামূলক পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আদেশ দিয়েছেন তিনি।

মাদুরো অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিয়ে অভ্যুত্থানের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সরকার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট