চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এমএইচ৩৭০’র ধ্বংসাবশেষ উদ্ধার!

ইন্টারন্যাশনাল ডেস্ক

১ ডিসেম্বর, ২০১৮ | ১:২৯ পূর্বাহ্ণ

মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ হয়ে যাওয়া সেই ফ্লাইট এমএইচ৩৭০, যা নিয়ে রহস্য কাটেনি এখনও। প্লেনটির খোঁজে দেশটির তদন্তকারীরা যেমন একেক বার একেক তথ্য দিয়েছেন, তেমনি এখন সাধারণরাও দিচ্ছেন। প্লেনটির খোঁজে এবার নতুন করে আরেক তথ্য দিয়েছেন ওই ফ্লাইটে নিখোঁজ যাত্রীদের স্বজনরা।
তারা দাবি করছেন, হারিয়ে যাওয়া মালয়েশিয়ান বোয়িং ৭৭৭-২০০ ইআর প্লেনটির ধ্বংসাবশেষের কয়েকটি টুকরো পাওয়া গেছে মাদাগাস্কারে। সেখান থেকে তারা এসব উদ্ধার করেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে। শুধু তা-ই নয়, স্বজনরা সংবাদ সম্মেলন করে ওই টুকরোগুলো উপস্থাপনও করেছেন সবার সামনে। তাছাড়া দেশটির পরিবহন মন্ত্রণালয়ের সদর দফতরে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, যে টুকরোগুলো তারা উদ্ধার করেছেন, তা থেকে প্লেনটির খোঁজ পাওয়া যেতে পারে। এসব টুকরো তাতে যথেষ্ট সহায়তা করবে। পরে মালয়েশিয়ান সরকারের কাছে টুকরোগুলো অফিসিয়ালি হস্তান্তর করে তারা বলেন, পূর্ব আফ্রিকান দেশ মাদাগাস্কারে নতুন করে প্লেনের পাঁচটি টুকরো পাওয়া গেছে। যেখানে এর আগেও কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল বোয়িং ৭৭৭-২০০ ইআরের।

শেয়ার করুন