চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাখাইনে নিরস্ত্র ৬ ব্যক্তিকে হত্যার স্বীকারোক্তি দিলো মিয়ানমারের সেনাবাহিনী

৪ মে, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : রাখাইন রাজ্যের একটি গ্রামের স্কুলে আটক রাখা দুই শতাধিক বন্দির মধ্যে অন্তত ছয় বন্দিকে গুলি করে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। নিরস্ত্র এসব বন্দিকে হত্যার কথা স্বীকার করে সেনবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, বৃহস্পতিবার সকালে তারা সেনাসদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাদের গুলি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বী নৃতাত্ত্বিক রাখাইন গোষ্ঠীর অধিকার আদায়কারী বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) সংশ্লিষ্টতা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এসব বন্দিকে আটক করা হয়েছিল।
জাতিগত সংঘাত ও দারিদ্র্য-জর্জরিত মিয়ানমারের রাখাইনে কেবল রোহিঙ্গারাই একমাত্র নিপীড়িত জাতিগোষ্ঠী নয়। রাখাইন বৌদ্ধরাসহ (আরাকান জাতিভূক্ত) সেখানকার বিভিন্ন জাতিগোষ্ঠী
সেনা-প্রাধান্যশীল কেন্দ্রীয় সরকারের নিপীড়নের শিকার হয়। কেবল রোহিঙ্গা ছাড়া বাদবাকি সব জনগোষ্ঠীর স্বীকৃতির প্রশ্নকে সামনে রেখেই নিজেদের কর্মকা- পরিচালনা করছে আরাকান আর্মি।

শেয়ার করুন