চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী সিরিয়া

৩ মে, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক ব্যবস্থা মোকাবিলায় উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী সিরিয়া। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ঘনিষ্ঠ করার জন্য পিয়ংইয়ং-এর প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক। সিরিয়ার রাজধানী দামেস্কে বুধবার সফররত উত্তর কোরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী প্যাক মিয়ং-গু’র সঙ্গে বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এ আহ্বান জানান।
বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে গভীর সম্পর্কের ওপর জোর দেওয়া হয়। দুই দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক পদক্ষেপ মোকাবিলায় দামেস্ক-পিয়ংইয়ং সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রতি যে অসম্মান দেখিয়েছেন তারও নিন্দা করেন ফয়সাল মিকদাদ।

শেয়ার করুন