চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মার্কিন দূতাবাসকে ফেসবুক পোস্ট মুছতে বললো ইরাক

৩০ এপ্রিল, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরাকে নিযুক্ত মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট মুছে দিতে দূতাবাসটির প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। ওই পোস্টে এ অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিপক্ষ ইরানের সরকারকে দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে বলা হয়েছিল, ইরান সরকারের প্রতিটি অংশই দুর্নীতিগ্রস্ত। আর এই দুর্নীতি শুরু হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ীকে দিয়ে। তার সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন ডলার। এই মোল্লাদের ৪০ বছরের শাসন ইরানে ভয়ানক অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করেছে। সাধারণ মানুষের ওপর দারিদ্র্য চাপিয়ে দিয়েছে।
এ পোস্টের প্রতিক্রিয়ায় ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটি কূটনৈতিক রীতিনীতির লঙ্ঘন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট