চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মে দিবসে দেশে ফিরছেন পারভেজ মোশাররফ

২৯ এপ্রিল, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : আগামী ১ মে দেশে ফিরবেন পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ। শনিবার এক বিবৃতিতে তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। তার বিরুদ্ধে পাকিস্তানে রাষ্ট্রদোহ মামলা চলছে। ২০১৪ সালে ৭৫ বছর বয়সী এই সাবেক জেনারেলকে রাষ্ট্রদোহ মামলায় অভিযুক্ত করে একটি বিশেষ আদালত। ২০১৬ সালে চিকিৎসার জন্য দুবাই পাড়ি দেন তিনি। এরপর আর দেশে ফেরেননি পারভেজ মোশাররফ। গত মাসে বিরল রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। এখনও তার চিকিৎসা চলছে। মোশাররফের আইনজীবী সালমান সফদার জানিয়েছেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেয়ার জন্য দেশে ফিরছেন পারভেজ মোশাররফ। আগামী ২ মে শুনানির জন্য তাকে তলব করেছে আদালত। পারভেজ মোশাররফের দেশে ফেরার বিষয়টি তার পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন