২৫ নভেম্বর, ২০২০ | ৪:২১ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
স্কটল্যান্ডে নারীদের বিনামূল্যে ন্যাপকিন সরবরাহ করতে ‘পিরিয়ড পোভার্টি’ নামে একটি আইন করেছে দেশটির সরকার।
‘পিরিয়ড পোভার্টি’ নামের ওই আইনে বলা হয়েছে, স্কুল-কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত ঋতুস্রাবের পণ্য বিনামূল্যে দিতে হবে। সমাজের অন্য নারীরাও এটি বিনামূল্যে নিতে পারবেন। এজন্য একটি কর্মসূচি চালু করা হয়েছে। যার আওতায় পাবলিক টয়লেট থেকে শুরু করে অফিস-আদালতের বাথরুমে ন্যাপকিন রাখা হবে।
স্কটল্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানে দুই বছর ধরে বিনামূল্যে ন্যাপকিন দিয়ে আসছে। এবার সারা দেশের নারীদের এই সুযোগ দিতে ৩২ মিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পাস করেছে দেশটির সংসদ। এর আগে অন্য কোন দেশে নারীদের জন্য এমন উদ্যোগ নেয়া হয় নি।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 184 People