চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডিসেম্বরেই টিকা প্রয়োগে যাচ্ছে যুক্তরাজ্যসহ ৩ দেশ

অনলাইন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২০ | ১২:২৬ অপরাহ্ণ

সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি জনগণকে করোনার (কোভিড-১৯) টিকা প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে। এছাড়া স্পেন জানুয়ারির মধ্যে করোনার টিকা দেবে।

অবশ্য যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়ে দিতে পারে যুক্তরাজ্য। এ জন্য আগামী ১ ডিসেম্বরের মধ্যেই ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) প্রস্তুত থাকতে বলা হয়েছে। খবর গার্ডিয়ানের।

সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহেই টিকার অনুমোদন মিলে যেতে পারে। যুক্তরাজ্যের নিয়ন্ত্রকেরা টিকার আনুষ্ঠানিক মূল্যায়ন শুরু করতে চলেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন গত শুক্রবার বলেছে, তারা আগামী ১০ ডিসেম্বর টিকার অনুমোদন সংক্রান্ত একটি বৈঠকে বসবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান মনসেফ স্লাউই বলেন, ১১ ডিসেম্বর আমেরিকায় প্রথম করোনার টিকা দেওয়া হতে পারে।

মনসেফ স্লাউই সিএনএন’কে বলেন, করোনার টিকার অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যে জনগণের মধ্যে টিকা বিতরণের পরিকল্পনা রয়েছে আমাদের। তাই আমি আশা করছি অনুমোদনের পর ১১ বা ১২ ডিসেম্বর টিকা দিতে পারবো। 

তবে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে প্রথম টিকা দেওয়ার নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে গতকাল পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

জার্মানিও আগামী মাসে কভিড-১৯ টিকা দেওয়া শুরু করতে পারে। রবিবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেছেন, ডিসেম্বরের মধ্যে জার্মানি কোভিড-১৯ এর টিকা দেওয়া শুরু করবে। তিনি বলেন, স্পেন ও জার্মানিই প্রথম ইউরোপীয় ইউনিয়নের দেশ, যাদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট