চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নিউইয়র্কে করোনা সম্মাননা পেলেন বাংলাদেশি শহীদুল

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর, ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা সম্মাননা পেলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের প্রেসিডেন্ট বাংলাদেশি শাহ্ শহীদুল হক (সাঈদ)। গত মার্চ থেকে এ পর্যন্ত কুইন্স এর জ্যামাইকা, জ্যাকসন হাইটস সিটিতে নিরলস কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

স্যালুট সার্টিফিকেট অনার প্রদান করেছেন ম্যানহাটন-ব্রঙ্কস-এর কংগ্রেসম্যান চার্লস র‌্যাভেলর্স। তিনি ওয়েজ অ্যান্ড মিনসের চেয়ারম্যান ছিলেন। আমেরিকান রেডক্রস সোসাইটি, আমেরিকান ক্যানসার সোসাইটি, প্রোক্লেমেশন অব অনার প্রদান করেছেন। স্টেট সিনেটর জন লিউ, প্রয়াত স্টেট সিনেটর হোজে পেরালটা, ইমিগ্রেশনের ওপর অবদানস্বরূপ সার্টিফিকেট অব অনার হস্তান্তর করেছেন। জ্যাকসন হাইটস্থ কাউন্সিলম্যান ডানিয়েল ড্রম কাউন্সিলম্যান সার্টিফিকেট অব সোশ্যালওয়ারকার প্রদান করেছেন।

সাবেক স্থায়ী প্রতিনিধি ইউনাইটেড নেশন অব বাংলাদেশ এবং বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন তাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেছেন। সর্বশেষ অ্যাওয়ার্ড অব চ্যাম্পিয়ন কোভিড-১৯ সম্মানে ভূষিত হলেন শাহ্ শহীদুল হক। এ সম্মান প্রদান করেছেন নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক ১৯ এর অ্যাসেম্বলিওমেন মিস ক্যাটলীনা ক্রুজ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট