চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আগামী জুন থেকে গুগল ফটোজ বিনা পয়সায় আর নয়

আগামী জুন থেকে গুগল ফটোজ বিনা পয়সায় আর নয়

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর, ২০২০ | ৮:০০ অপরাহ্ণ

আগামী বছরের জুন থেকে ব্যবহারকারীদের ছবি আর বিনা পয়সায় রাখবে না গুগল। এরইমধ্যে সব ব্যবহারকারীর কাছে মেইলে এ তথ্য জানানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের ঘোষণানুযায়ী, গুগল ব্যবহারকারীর একাউন্ট খোলার সময় ১৫জিবি স্টোরেজ বিনামূল্যে দেয়া হয়। ২০২১ সালের ১ জুন থেকে উচ্চমান সম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। গুগল ড্রাইভ ও জিমেইলের তথ্যের মতই গুগল ফটোজও এ হিসাবের মধ্যে পড়বে। তবে ব্যবহারকারীদের প্রতি সুখবর হচ্ছে আগামী বছরের ১ জুনের আগে যেসব ছবি ব্যাকআপ নেয়া হবে তা গুগলের একাউন্ট স্টোরেজের আওতায় পড়বে না।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল চাইছে মানুষ যাতে তাদের সেবাসমূহ আরও বেশি অর্থ দিয়ে ব্যবহার করুক। মূলতঃ গুগল ওয়ান নামের সেবার সাবস্ক্রিপশন বাড়াতেই এ পদক্ষেপ।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট