চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবার ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের হুমকি ট্রাম্পের

ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক

৪ নভেম্বর, ২০২০ | ২:৫৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও ডোনাল্ড ট্রাম্প নিজেকে জয়ী বলে দাবি করেছেন। একই সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ভোট গণনা বন্ধে ‍সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ট্রাম্প নিজের ভাষণে বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে তাদের বঞ্চিত করার চেষ্টায় আছে একদল বাজে লোক।’

‘আমরা বড় ধরনের উদ্‌যাপনের জন্য প্রস্তুত ছিলাম। সব কিছুই জিতছিলাম। হঠাৎ থামিয়ে দেয়া হয়েছে।

‘আমরা ‍যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাব, সব ভোট বন্ধ রাখতে চাই।’

ট্রাম্প বলতে থাকেন, ‘আমরা সকাল চারটায় তাদের কোনো ব্যালট দেখাতে চাই না।’

‘সুপ্রিম কোর্টে যাব’ বলতে ট্রাম্প আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সিএনবিসি নিউজ বলছে, এই কথার অর্থ এখনো পরিষ্কার নয়।

নিউইয়র্ক টাইমস লিখেছে, তিনি আসলে বাকি ভোট গণনা বন্ধ করতে চান।

হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে দেওয়া এক ভাষণের শুরুতেই নিজের পরিবার ও কোটি সমর্থককে তিনি ধন্যবাদ দিয়েছেন, যারা তাকে ভোট দিয়েছেন। এখন অবধি যত দূর জানি, তাতে আমিই জিতেছি।

শেয়ার করুন