চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সেলফ কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গেব্রিয়াসিস

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২০ | ৩:৩১ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস কোয়ারেন্টিনে আছেন। রবিবার (১ নভেম্বর) এক টুইটার বার্তায় টেড্রোস আধানোম জানান, তার সংস্পর্শে আসা একজনের করোনা পজিটিভ হওয়ার পর থেকেই সেলফ কোয়ারেন্টাইনে আছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

গেব্রিয়াসিস তার টুইট বার্তায় বলেন, ‘আমার সঙ্গে দেখা হয়েছিল এমন একজনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। তবে আমি ভালো আছি। আর আমার কোনও লক্ষণও নেই। তবে সুস্থ থাকলেও ডব্লিউএইচওর বিধি অনুসরণ করে আমি নিজ ব্যবস্থাপনায় আগামী কিছুদিন কোয়ারেন্টাইনে থাকব। আর কাজ করব ঘর থেকেই।’

টুইট বার্তায় তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই আমরা কোভিড-১৯–এর সংক্রমণ রোধ করতে পারি, এই ভাইরাস ছড়ানোর প্রবণতা রুখতে পারি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করতে পারি।’

উল্লেখ্য, বিশ্বময় ছড়িয়ে করোনায় ইতোমধ্যে প্রাণ গেছে প্রায় ১২ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬০ লাখের বেশি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট