চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি নেতা নিহত  

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২০ | ২:৫৬ অপরাহ্ণ

জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের গুলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৩ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে ফিদা হুসেন ইয়াতু বিজেপির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক। আর উমর রশিদ বেগ ও উমর রমজান হাজাম বিজেপি কর্মী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ওয়াইকে পোরার কাজিগুন্দ গ্রামে সন্ত্রাসীরা এ তিনজনের উপর গুলি চালায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

“দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে ভয়াবহ খবর এসেছে। আমি দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি কর্মীর পরিকল্পিত হত্যার নিন্দা জানাচ্ছি,” টু্ইটারে বলেছেন ওমর।

৩ বিজেপি কর্মী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাজিগুন্দ ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

তাৎক্ষণিকভাবে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট