চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

জানুয়ারিতে আসতে পারে জনসন এন্ড জনসনের করোনার টিকা

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২০ | ৯:১২ অপরাহ্ণ

মার্কিন প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনের প্রথম ব্যাচের কোভিড-১৯ টিকা আগামী জানুয়ারি নাগাদ জরুরি ব্যবহারের জন্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানিটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান রাক্স্যান্ড্রা দ্রাঘিয়া-আকলি বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে এক উপস্থাপনায় এ কথা বলেন। এক প্রতিবেদনে সোমবার (২৬ অক্টোবর) বিজনেস টুডে এ তথ্য জানায়।

মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি আগেও করোনার টিকা পাওয়ার বিষয়ে একই ধরনের আশার কথা বললেও এখন কোম্পানিটির জনস্বাস্থ্য গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধানও এ কথা বললেন।

জনসন এন্ড জনসনের সম্ভাব্য টিকাটির নাম হবে ‘জ্যানসেন’। যেখানে অন্য টিকা দুই ডোজ প্রয়োজন সেখানে ‘জ্যানসন’ মাত্র এক ডোজ প্রয়োজন হবে।

গত শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তাদের বড় আকারের টিকা পরীক্ষা আবার শুরু হচ্ছে।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র খবরে জানানো হয়, টিকা পরীক্ষায় একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়লে চলতি মাসের শুরুর দিকে জনসন এন্ড জনসনের টিকার পরীক্ষা স্থগিত করা হয়। তবে গত শুক্রবার (২৩ অক্টোবর) জনসন এন্ড জনসন জানায়, ওই ব্যক্তি অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে চূড়ান্ত টিকা পরীক্ষায় বা তৃতীয় ধাপের পরীক্ষায় জনসন এন্ড জনসনের টিকাটি চতুর্থ অবস্থানে রয়েছে। টিকা পরীক্ষার ক্ষেত্রে জনসন এন্ড জনসনের পরীক্ষাটি সবচেয়ে বড় হওয়ায় এ খবরে করোনার টিকা পাওয়ার আশা আরও উজ্জ্বল করেছে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন