চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সিরিয়ায় বিমান হামলা: তুরস্ক সমর্থিত শতাধিক উগ্রপন্থী নিহত

পূর্বকোণ ডেস্ক

২৭ অক্টোবর, ২০২০ | ৭:৫৪ অপরাহ্ণ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছে তুরস্ক সমর্থিত শতাধিক উগ্রপন্থী। মিডল ইস্ট আই জানিয়েছে, তুরস্কের কর্মকর্তারা এখন ভয় পাচ্ছে যে রাশিয়ার সহায়তায় হয়ত সিরিয়া সরকার ইদলিব নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে।

ফায়লাক আল-শামের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, রাশিয়া ইদলিবের জাবাল দুয়ায়িলি নামক স্থানে একটি প্রশিক্ষণ কেন্দ্রকে টার্গেট করে বিমান হামলা চালায়। এতে শতাধিক সদস্য নিহত এবং কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, তাদের হিসেবে ফায়লাক আল শামের ৭৮ সদস্য নিহত হয়েছে।

হামলায় আহতদের অনেককে তুরস্কের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফায়লাক আল-শামের মিডিয়া বিষয়ক পরিচালক সাইফ রাদ নিহতের সংখ্যা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি নিশ্চিত করেছেন যে, তুরস্ক সীমান্ত থেকে একদম কাছেই এই হামলা চালানো হয়েছে। এখনো রাশিয়ার বিমান নিয়মিত টহল দিচ্ছে বলে জানান তিনি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন