চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ইতালিতে বন্ধ হচ্ছে সিনেমা হল-জিম

করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ইতালিতে বন্ধ হচ্ছে সিনেমা হল-জিম

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২০ | ১২:০৩ পূর্বাহ্ণ

ইতালিতে করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় সোমবার (২৬ অক্টোবর) থেকে সিনেমা হল, সুইমিং পুল, ব্যায়ামাগার বন্ধ করে দেয়া হচ্ছে। বন্ধের আওতায় থাকবে জনসমাগম বেশি হয় এমন সব জায়গাও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন নিষেধাজ্ঞার আওতায় বার ও রেস্তোরাঁ সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে। এরপর বন্ধ করে দিতে এসব প্রতিষ্ঠান। তবে এ সময়ের পর থেকে দোকানপাট ও বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে।

খবরে বলা হয়েছে, আঞ্চলিক নেতারা ও প্রধানমন্ত্রী গিসেপে কন্তে উভয়ই নতুন নিষেধাজ্ঞার ব্যাপারে একমত হয়েছেন। তবে প্রধানমন্ত্রী বলেছেন, করোনার প্রথম ধাক্কার সময় (মার্চ-এপ্রিলে) দেশজুড়ে লকডাউন জারি করা হলেও অর্থনৈতিক ক্ষতি এড়াতে এবার নতুন করে দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হবে না।

নতুন নিষেধাজ্ঞার আওতায়, মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর ক্লাস শ্রেণিকক্ষের পরিবর্তে অনলাইনে পরিচালিত হবে।

এদিকে, সরকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় বিক্ষোভ করেছে ইতালির জনগণ। ন্যাপলস, রোমে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, শনিবার ইতালিতে নতুন করে ১৯ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরও ১৫১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ চার হাজার ৫০৯ জন। আর মারা গেছেন ৩৭ হাজারের বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৬৪ হাজার।

 

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট