চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পদবিই করোনা, বিশ্বাস করাতে সঙ্গে পাসপোর্ট !

পদবিই করোনা, বিশ্বাস করাতে সঙ্গে পাসপোর্ট !

পূর্বকোণ ডেস্ক

২৪ অক্টোবর, ২০২০ | ১০:৩৯ অপরাহ্ণ

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এমন সময়ে যদি কারো নামের পদবিই হয় ‘করোনা’ তাহলে তার অবস্থা কেমন হতে পারে এটি সহজেই অনুমেয়। ঠিক এমনই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্রিটেনের এক ব্যক্তি। নিজের পরিচয় সম্পর্কে অন্যদের বিশ্বাস করাতে সঙ্গে পাসপোর্ট নিয়ে ঘোরেন তিনি।

জানা গিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম জিমি করোনা। পেশায় নির্মাণকর্মী। তাদের পারিবারিক পদবিই করোনা। জিমির পূর্বপুরুষ ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যও ছিলেন। তার দাদু যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। বহুদিন বন্দী ছিলেন নাৎসি ক্যাম্পেও। এই পরিবারের সদস্যকেই পদবির জন্যে কার্যত বিপাকে পড়তে হয়েছে।

করোনা মহামারীর পর থেকে কাউকে নিজের নাম বললেই অস্বস্তিতে পড়তে হচ্ছিল জিমিকে। ‘সত্যিই কি তোমার পদবি করোনা?’ কেউ সোজাসুজি প্রশ্ন করেন, তো কেউ আবার এই নিয়ে মজা করতে থাকেন। এর মধ্যে আবার ছেলের চিকিৎসা করাতে গিয়েও বিপাকে পড়েন। তাও এই পদবির কারণেই। শেষ পর্যন্ত দেখাতে হয় ছেলের জন্মসনদও। বর্তমানে নিরুপায় হয়ে নিজের পাসপোর্ট এবং ব্যাংকের আইডি সঙ্গে রাখতে শুরু করেছেন জিমি। এক সাক্ষাৎকারে নিজেই সেকথা জানান।

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট