চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে গুলিতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০২০ | ১:৪৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের হাউসটনের একটি নাইটক্লাবে বন্দুকাধারীর গুলিতে তিন ব্যক্তিকে নিহত হয়েছেন। এ ছাড়া একজন মারাত্মক আহত হয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে তাদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। খবর এবিসি নিউজের

হিউস্টনের ডিডি স্কাই ক্লাবে ওই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় নাইট ক্লাবে অন্তত ৩০ জন উপস্থিত ছিলেন বলে খবরে বলা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে খুঁজছে পুলিশ। ডিডি স্কাইক্লাব থেকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে ফোন আসে যে, সেখানে বেশ কয়েকজন লোক নিহত হয়েছেন।

সেখানে তিন ব্যক্তিকে নিহত ও এক ব্যক্তিকে আহতাবস্থায় পেয়েছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক। 

নিহতরা হলেন– জাইলান বার্নার্ড পেইজ (১৯), ব্রিস লি গোডার (২১) ও ক্রিস্টোফার ডনশাই জ্যাকসন (২২)।

তদন্তকারীরা বলেন, লড়াই শুরু হওয়ার পর বন্দুকধারী গুলি করেছে। কিন্তু পুলিশ এর বাইরে কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি।

হামলার সময় ওই নাইটক্লাবে থাকা কেড ট্রামেল নামের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, তিনি ও তার বন্ধু প্রাণ হাতে করে নাইটক্লাব থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত ৭ থেকে ১০ বার গুলির শব্দ শুনেছেন।

ওই ব্যক্তির বর্ণনা অনুযায়ী, ‌‌‌‌‌‌‌গুলি চলার সময় মেঝেতে পড়ে গিয়ে কোনো ভাবে নিজেদের রক্ষা করেছেন। তারপর, পড়িমরি করে তিনি ও তার বন্ধু নাইটক্লাব থেকে পালিয়ে আসেন। এই যুবক একজন লোকাল হিপহপ শিল্পী।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট