চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নিউজিল্যান্ডের নির্বাচন: বিপুল ভোটে জাসিন্দা আর্ডার্নের জয়

নিউজিল্যান্ডের নির্বাচন: বিপুল ভোটে জাসিন্দা আর্ডার্নের জয়

আন্তর্জাতিক ডেস্ক

১৭ অক্টোবর, ২০২০ | ৬:২৩ অপরাহ্ণ

নিউজিল্যান্ডে নির্বাচনে প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কয়েক দশকের মধ্যে এই প্রথম দেশটিতে একক-দলীয় সরকার গঠন হতে যাচ্ছে। খবর রয়টার্স ও এএফপি’র।

বিশ্লেষকদের দাবি, মহামারি করোনাভাইরাস মোকাবেলায় তার দারুণ সফলতার জন্যই জনগণ ফের তাকে প্রধানমন্ত্রী হিসেবে বিছে নিয়েছে। এর মধ্য দিয়ে তার সংস্কার এজেন্ডা বাস্তবায়নের সুযোগ পেলেন তিনি।

দুই তৃতীয়াংশ ভোট গণনার মধ্যে ৪৯ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে আর্ডার্নের লেবার পার্টি। অর্থাৎ দেশটির পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪টিতে তার দল জয়ী হওয়ার আভাস দিচ্ছে।

নিউজিল্যান্ডে ১৯৯৬ সালে সমানুপাতিক ভোটিং ব্যবস্থা গ্রহণের পর এই প্রথম কোনো দল এত বেশি আসনে জয়ী হতে যাচ্ছে।

শনিবারের এ নির্বাচন সেপ্টেম্বরেই হওয়ার কথা থাকলেও করোনার নতুন প্রাদুর্ভাব দেখা দেয়ায় ভোট এক মাস পিছিয়ে দেয়া হয়।

নিউজিল্যান্ডের বর্তমান নির্বাচনী ব্যবস্থায় কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন দুরূহ। কিন্তু আর্ডার্নের জনপ্রিয়তায় তার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারে।

নিউজিল্যান্ডে নতুন পার্লামেন্ট বেছে নেয়ার ভোট শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর আগে ৩ অক্টোবর থেকে আগাম ভোট গ্রহণ শুরু হলে সেখানেও ১০ লাখের বেশি মানুষ তাদের রায় জানান।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট