চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মারা গেলেন ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২০ | ১:৪৭ অপরাহ্ণ

ভারতীয় সিনেমা ভুবনের প্রথম অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া মারা গেছেন। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তিনি চলে গেলেন।

১৯৮২ সালে রিচার্ড এটেনবারো পরিচালিত ‘গান্ধী’ চলচ্চিত্রে সেরা পোশাক ডিজাইনার হিসেবে অস্কার জিতেছিলেন তিনি। তিনি ছিলেন অস্কার জয় করা ভারতের প্রথম কোনো নারী শিল্পী।

ভানু তার স্মৃতিকথায় অস্কার জয়ের সেই মুহূর্ত নিয়ে লিখেছিলেন, ‘অস্কার জেতাটা যে কারও জীবনের জন্য স্বপ্নের ব্যাপার।
যখন ঘোষণা এলো পুরস্কারের কথা, সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। আমি আজীবন রিচার্ড এটেনবারোর কাছে কৃতজ্ঞ থাকব। তিনি আমাকে সুযোগ করে দিয়েছিলেন বিশ্বজয়ের। পুরো ভারতবাসীর প্রতি আমার ভালোবাসা।’

ভারতীয় সংবাদমাধ্যমকে ভানুর মেয়ে রাধিকা গুপ্ত জানান ‘আট বছর আগে মস্তিষ্কে টিউমার ধরা পরে ভানুর। তাছাড়া শরীরের একাংশে বাসা বেঁধেছিলো পক্ষাঘাতও। শেষ বছর শয্যাশায়ী হয়েই ছিলেন তিনি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট