চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি

আন্তর্জাতিক ডেস্ক

৮ অক্টোবর, ২০২০ | ৭:০১ অপরাহ্ণ

২০২০ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন মার্কিন কবি ও প্রাবন্ধিক লুইস গ্লিক। সৌন্দর্যের বিশালতা ব্যক্তিত্বের অস্তিত্বকে সর্বজনীন করে তোলে এমন শ্রুতিমধুর কাব্যিক কণ্ঠের জন্য নোবেল পেয়েছেন তিনি।

দ্য রয়েল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করে। অনুষ্ঠানটি নোবেল প্রাইজ ওয়েবসাইট ও তাদের টুইটার পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল, পুলিৎজার পুরস্কার, ন্যাশনাল বুক এওয়ার্ড, ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল এওয়ার্ড ও বলিঞ্জেন পুরস্কারসহ অনেক বড় বড় সাহিত্য পুরস্কার জিতেছেন মার্কিন এই সাহিত্যিক।

‘আত্মজীবনীমূলক কবি’ হিসেবে প্রসিদ্ধ ৭৭ বছর বয়সী গ্লিকের কাজ আবেগপূর্ণ হিসেবে পরিচিত। আধুনিক জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি প্রায়ই তার লেখায় ফুটে ওঠে পৌরাণিক কাহিনী, ইতিহাস বা প্রকৃতির ছবি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট